ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন বাস্তবায়নকৃত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবল কে রাজস্ব করণ করা ও আউটসোর্সিং এর আওতায় না করে দ্রুত প্রস্তাবিত অষ্টম পর্যায়ের প্রকল্প অনুমোদন করা সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মহিউদ্দিন আহম্মেদ, মোশারফ হোসেন,,মক্তোব কেয়ার টেকার মোঃ শহিদুল ইসলাম, অফিস সহকারী আসলাম হোসেন, শিক্ষক মুফতি মওলানা হামিদুল ইসলাম, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা ফরিদুল ইসলাম,খন্দকার সাইফুল ইসলাম ফুলু মিয়া, অফিস সহকারি মোঃ রুবেল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাদের চাকুরী ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ের রাজস্ব খাতভুক্ত করে ৩ মাসের বকেয়া বেতন ভাতা ঈদুল ফিতরের আগে পরিশোধ করা সহ সরকারের প্রতি ৫ দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান ।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।