• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠিত

নিজস্ব প্রতিবেদক:
কল্যাণ, সুরক্ষা, নিরাপত্তা এবং সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের লক্ষে বুধবার জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠন করা হয়। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
জামালপুর পৌরএলাকার পলাশগড় মুন মেমোরিয়াল বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিপদাপন্ন পরিবারের সদস্য সাবিনা বেগম সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ, মুন মেমোরিয়াল বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জলিল, গৃহকর্মী নাছিমা প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত গৃহকর্মী ও গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ২১ সদস্যবিশিষ্ট গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠন করা হয়। জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জলিলকে সভাপতি ও  গৃহকর্মী নাছিমাকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উল্লেখ সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তৃতীয় লীঙ্গের সদস্য, গৃহকর্মী ও বিপদাপন্ন নারী, শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে এবং অধিকার সুরক্ষায় উন্নয়ন সংঘের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রোমোশন অফ টেকনোলজিস্ট (স্ক্রিপ্ট) প্রকল্পটি জামালপুর ও শেরপুর জেলায় শুরু হয়েছে। এতে আর্থিক সহায়তা প্রদান করছে বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।