• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন

জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠিত

নিজস্ব প্রতিবেদক:
কল্যাণ, সুরক্ষা, নিরাপত্তা এবং সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের লক্ষে বুধবার জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠন করা হয়। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
জামালপুর পৌরএলাকার পলাশগড় মুন মেমোরিয়াল বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিপদাপন্ন পরিবারের সদস্য সাবিনা বেগম সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ, মুন মেমোরিয়াল বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জলিল, গৃহকর্মী নাছিমা প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত গৃহকর্মী ও গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ২১ সদস্যবিশিষ্ট গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠন করা হয়। জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জলিলকে সভাপতি ও  গৃহকর্মী নাছিমাকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উল্লেখ সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তৃতীয় লীঙ্গের সদস্য, গৃহকর্মী ও বিপদাপন্ন নারী, শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে এবং অধিকার সুরক্ষায় উন্নয়ন সংঘের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রোমোশন অফ টেকনোলজিস্ট (স্ক্রিপ্ট) প্রকল্পটি জামালপুর ও শেরপুর জেলায় শুরু হয়েছে। এতে আর্থিক সহায়তা প্রদান করছে বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।