গত বুধবার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামপুর সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি রহিমা খাতুনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির যে তথ্য ও ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। এক প্রতিবাদ লিপিতে অফিস সহকারী রহিমা খাতুন উল্লেখ করেন, সংবাদে আর্থিক অনিয়ম ও দুর্নীতির যে কথা বলা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। মূলত সাব রেজিস্ট্রি অফিসে দলিল তলাশী, নতুন দলিল করা, দলিলের নকল উত্তোলন করার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সরকারি নির্দেশনা মেনে বৈধভাবে যথাযথ দলিলের বিপরীতে অর্থ সংগ্রহ করা হয়। যা পরবর্তীতে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাঘারে জমা করা হয়। এখানে আর্থিক অনিয়মের কোন ধরনের প্রশ্নই আসে না।
মূলত সামাজিকভাবে ও পেশাগতভাবে হেও প্রতিপন্ন করার লক্ষ্যে একদল কুচক্রী মহল সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে। তাই আমার সম্পর্কে প্রকাশিত উক্ত সংবাদ ও ভিডিও চিত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
রহিমা খাতুন
অফিস সহকারী,
ইসলামপুর সাবরেজিস্ট্রি অফিস
ইসলামপুর, জামালপুর।