ফজলে এলাহী মাকামঃ
জামালপুরের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আট পরিবারের মাঝে ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন।
সোমবার বিকাল (৩ টায় ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সঞ্চয় পত্র বিতরণ করা হয়।
জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিভিলে সার্জন ডাঃ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস,দৈনিক আজকের জামালপুর এর সম্পাদক এম.এ জলিল, জামালপুর জেলা ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম,প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমান লিখন, অনলাইন নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, ও শহীদ পরিবারের বাবা মা আত্মীয়-স্বজন।
জুলাই শহীদ পরিবারের মাঝে যে আট জন শহীদ পরিবার চেক পেলেন- জামালপুর সদর উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শহীদ সুমন হাসানের পিতা বিল্লাল, ইসলামপুর চিনাডুলি ইউনিয়নের শহীদ লিটনের পিতা ছবুর মন্ডল, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের শহীদ রবিউল ইসলামের স্ত্রী লাভুণী আক্তার ও শহীদ রাব্বি মিয়ার ছোট ভাই অন্তর মিয়া, সরিষাবাড়ী মহাদান ইউনিয়নের শহীদ মোখলেছুর রহমানের পিতা মোঃ হাবিবুর রহমান, মাদারগঞ্জ উপজেলার গুনাইতলা ইউনিয়নের শহীদ মিজানুর রহমানের স্ত্রী শেফালী আক্তার এবং শহীদ রিপনের পরিবার।
জুলাই জুলাই গণ অভ্যুত্থানে নিহত আট পরিবারের মধ্যে ১০ লাখ টাকা করে চেক বিতরণের মাধ্যমে বর্তমান সরকার পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে জুলাই গণ আন্দোলনে নিহত পরিবারগুলোর সদস্যরা।