• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে পৌর প্রশাসক মৌসুমী খানমের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্ভোধন রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের অন্যতম শাখা সংগঠন রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা কলেজের মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে মো: মোখলেছুর রহমানকে সভাপতি ও আব্দুল্লাহিল কাফি নয়নকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ও রক্তের বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো: শওকত আলম মীর। উদ্বোধক হিসেবে সম্মেলন উদ্বোধন করেন সাবেক অধ্যক্ষ রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা প্রফেসর মো: হারুন অর রশিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক ও রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও রক্তের বন্ধনের উপদেষ্টা ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, কলেজের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা মো: আমানুল্লাহ আল মারুফ, সহকারী অধ্যাপক ও উপদেষ্টা এ কে এম রবিউল আলম লুইপা, সহকারী অধ্যাপক ও উপদেষ্টা মো: রবিউল ইসলাম, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক এ. বি. এম মাকসুদুর রহমান সোহেল, রক্তের বন্ধনের সভাপতি মো: হাসান আলী বক্তব্য রাখেন। সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ রাকিব হাসান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শওকত আলম মীর বলেন, রক্তের বন্ধন মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদানের মাধ্যমে মানুষের সাথে মানুষের দৃঢ় আত্মিক বন্ধন সৃষ্টি করে যাচ্ছে। সংগঠনটি তার এই সেবা কার্যক্রম বাঁধাহীনভাবে করে যাবে এবং আরও বিস্তৃতি ঘটাবে বলে প্রত্যাশা করি।
রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা প্রফেসর মো: হারুন অর রশিদ বলেন, ২০১১ সালে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন শ্যামল রক্তের বন্ধন প্রতিষ্ঠা করেছিলো। এরপর অনেকবার নেতৃত্বের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জন্য রক্তদান সেবা এক দিনের জন্যও বন্ধ হয়নি। গত প্রায় ১৫ বছরে রক্তের বন্ধনের মাধ্যমে ১৭ হাজার ব্যাগ স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করা হয়েছে। যা নি:সন্দেহে শুধু একটি বড় অর্জনই নয়, এটি একটি মহান মানবিক দৃষ্টান্ত। সমাজের সকল স্তরের মানুষকে এই সংগঠনটিকে সহযোগীতা করার আহবান জানান তিনি।
রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মো: মোখলেছুর রহমান বলেন, রক্তের বন্ধন অনেক বড় সংগঠন হলেও গত দুই বছর ধরে কলেজে শাখা ভিত্তিক প্রথম কমিটি হিসেবে সেবা কার্যক্রম পরিচালনা করে। গত দুই বছরে শুধুমাত্র কলেজ শাখা ১ হাজার ৩৯ ব্যাগ রক্তদান করেছে। জেলা পরিষদের অর্থায়নে ১৫টির বেশী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উব্দুদ্ধকরণ কর্মসুচি বাস্তবায়ন করেছে। প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে দ্বিতীয় বারের মত কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও অনেকদূর এগিয়ে যাবে এই প্রত্যাশাই করি।
এরপর বিদায়ী কমিটির সবার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা প্রফেসর মো: হারুন অর রশিদ আগামী দুই বছরের জন্য মো: মোখলেছুর রহমানকে সভাপতি ও আব্দুল্লাহিল কাফি নয়নকে সাধারণ সম্পাদক করে রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৭ ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি রুমানা আক্তার তৃণা ও আলমগীর হোসেন বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ উর রহমান ও রুদ্র দেব, কোষাধ্যক্ষ শহিদ সরোয়ারদী, দপ্তর সম্পাদক মো: রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: মতিন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- শঙ্খনীল অংশ ঘোষ, রাকিব হাসান, সাইফুল্লাহ, সাইদ আজমল অন্তর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।