• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জমি সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা মেলান্দহে সুধিজনের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বকশীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন: মেশিন জব্দ ও ধ্বংস সংবিধান সংষ্কার – জামালপুর সদরে ভোটের গাড়ী প্রচারনা জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান 

জমি সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এতদ্বারা জামালপুর জেলা সহ সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামালপুর বকুলতলাস্ত টিক্কা পট্টি মোড়ে, তফছিল কৃত থানা ও জেলা জামালপুর মৌজার সিংহজানীর মধ্যে প্রজার সাবেক ১৩৫৭ নং,আর ও আর ১৮৮৩ নং, বি আর এস ৩৮১৮ নং খতিয়ানভুক্ত। জেএল নং -৫।
১। পর্চার সাবেক ১৯৮৭ নং দাগ,আর ও আর ২১৯৫ নং দাগ,বিআরএস ৩০৭২ নং দাগ, শ্রেণী দোকান ঘর ইহাতে ৩.৫ (সাড়ে তিন)শতাংশের কাতে ১.৫(দেড়) শতাংশ ভূমি মাত্র। যার বায়না ক্রয় সূত্রে উক্ত জমির মালিক শারমিন আক্তার। মোবাইল – ০১৭১৪-৩২০৪৫৬। তিনি জামালপুর সদর থানায় এক অভিযোগপত্রে উল্লেখ
করেন, শহরের আমলাপাড়ায় তার ফুফাতো বোন মাগফেরাত বেওয়ার ছেলে মোহাম্মদ সলিমুল্লাহর কাছ থেকে উপরোক্ত তফসিলকৃত জমি শারমিন আক্তারের কাছে বিক্রি করার প্রস্তাব দিলে সে মতে, ০৭-১২-২০২১ সালে মোঃ সলিমুল্লাহর কাছ থেকে তফছিলি জমি বাজার মুল্য যাচাই করিয়া সম্পুর্ন মুল্যের ৯০% টাকা পরিশোধ করিয়া বায়নানাম দলিল করে দেয়।
সে সময় মোঃ সলিমুল্লাহাকে শারমিন আক্তার জমি দেখাশোনা করার ও দায়িত্ব প্রদান করে। এখন বাকি ১০% টাকা দিয়ে রেজিষ্ট্রী চাইলে মোঃ সলিমুল্লাহ জমি রেজিস্ট্রি না করে দিয়ে নানা ধরনের টালবাহানা ও প্রান নাসের হুমকি প্রদান করে এবং সাইনবোর্ড ফেলেদেয়।
এ ব্যাপারে তফসিলি জমি বুঝিয়ে দিতে ও জীবনের নিরাপত্তা চেয়ে শারমিন আক্তার জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত তফসিলি জমির জন্য সর্বসাধারণ কে সতর্ক থেকে ও জীবনের নিরাপত্তা চেয়ে ও তার জমি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে শারমিন আক্তার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।