• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা জামালপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের সমাপনী বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে নিজের নিরপেক্ষতা জানিয়ে পত্র দিলেন এমপি নূর মোহাম্মদ ইসলামপুরে সেফটিক ট্যাংক খননের সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

জামালপুরে ইউজিসি প্রতিনিধি দলের বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শন

 

সংবাদ বিজ্ঞপ্তি ঃ

 

জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সদস্যরা।

 

ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. আবু তাহের এর নেতৃত্বে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহে বশেফমুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসে পরিদর্শনে যান তারা।

 

এ সময় বশেফমুবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ প্রতিনিধি দলকে স্বাগত জানান। পাশাপাশি করোনাকালে চলমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমসহ সার্বিক বিষয়ে তাদের অবহিত করা হয়।

পরে প্রতিনিধি দলের প্রধান ইউজিসির সদস্য প্রফেসর ড. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় ইউজিসির পরিচালক জনাব মো. ওমর ফারুখ, বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, প্রধান প্রকৌশলী মো. আবদুর রহিম, উপ-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন মোল্লা, ইউজিসির উপ-পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম, সহকারী পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অ্যাকাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষ ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।

 

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মেলান্দহের মালঞ্চে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।