• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মনোনয়নপত্র জমা দিলেন বকশগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদ বকশীগঞ্জে ২০০ বছরের পুরোনো জামাই মেলা ইসলামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ জামালপুরে যমুনার বামতীর রক্ষার সমীক্ষা প্রকল্পের প্রতিবেদন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত স্মরণ সভা: ডা.আলাউদ্দিন সিরাজি বকশীগঞ্জে পুলিশের সহায়তায় ছেলেকে ফিরে পেল পরিবার বীর মুক্তিযোদ্ধা আফসার আলীকে সভাপতি, জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক করে সুজনের কমিটি গঠন এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ বকশীগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায়

জামালপুরে ইউজিসি প্রতিনিধি দলের বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শন

 

সংবাদ বিজ্ঞপ্তি ঃ

 

জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সদস্যরা।

 

ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. আবু তাহের এর নেতৃত্বে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহে বশেফমুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসে পরিদর্শনে যান তারা।

 

এ সময় বশেফমুবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ প্রতিনিধি দলকে স্বাগত জানান। পাশাপাশি করোনাকালে চলমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমসহ সার্বিক বিষয়ে তাদের অবহিত করা হয়।

পরে প্রতিনিধি দলের প্রধান ইউজিসির সদস্য প্রফেসর ড. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় ইউজিসির পরিচালক জনাব মো. ওমর ফারুখ, বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, প্রধান প্রকৌশলী মো. আবদুর রহিম, উপ-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন মোল্লা, ইউজিসির উপ-পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম, সহকারী পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অ্যাকাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষ ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।

 

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মেলান্দহের মালঞ্চে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।