• সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা জামালপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের সমাপনী বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে নিজের নিরপেক্ষতা জানিয়ে পত্র দিলেন এমপি নূর মোহাম্মদ ইসলামপুরে সেফটিক ট্যাংক খননের সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরন আশেক মাহমুদ কলেজের ছাত্রছাত্রীদের

বকশীগঞ্জে সাত বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ান্টোইনে, প্রস্তুত আইসোলেশন বেড!

 

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আতঙ্কে রয়েছেন বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশও এই আতঙ্কের বাইরে নয়।তবে স্বাস্থ্য বিভাগ ভাইরাস ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন।

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোরারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক নিয়ন্ত্রণে রয়েছেন তারা। প্রতিনিয়ত খোঁজ রাখছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বিদেশ ফেরতের ১৪ দিন পর্যন্ত তাদেরকে হোম কোয়ান্টোইনে রাখা হবে। কেউ যদি এর ব্যতয় ঘটায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা প্রশাসন।

ঐারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের সাথে কথা বলতে সতর্কতা অবলম্বন করতে বলেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে হেগুল মিয়া। তিনি ১৬ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করছেন। একই ইউনিয়নের কামালপুর গ্রামের সরোয়ার জাহানের ছেলে মনিরুজ্জামান মিঠু সিঙ্গাপুর থেকে ১১ মার্চ দেশে ফিরেছেন।

বাট্টাজোড় ইউনিয়নের ঝুড়ার পাড় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শহিদুল্লাহ মিয়া ১০ মার্চ ওমান থেকে দেশে ফিরে নিজ বাড়িতে রয়েছেন। গত ১২ মার্চ ওমান থেকে ফিরেছেন ছাবেদ আলীর ছেলে মিজানুর রহমান ও চাঁন মিয়ার ছেলে সোনাহার মিয়া । তাদের দুজনের বাড়ি বাট্টাজোড় ইউনিয়নের ঝুড়ারপাড় গ্রামে।

বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে মো. হারুন ১২ মার্চ মালয়েশিয়া থেকে ফিরে নিজ বাড়িতে ফিরেছেন। ১১ মার্চ একই ইউনিয়নের সারমারা গ্রামের শাহাজান আলীর ছেলে মহসীন আলী সংযুক্ত আরব আমিরাত থেকে বাড়িতে ফিরেছেন।

এরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছেন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, বিদেশ ফেরত সাত জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে সচেতনতা কার্যক্রম অব্যাহত আছে।

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যা বিশিষ্ট আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাদের এখানে রাখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার জানান, প্রতিটি ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কেউ বিদেশ ফিরলেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।