ফজলে এলাহী মাকামঃ
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর বিশেষ নির্দেশনায় ১২ ঘণ্টার মধ্যে হত্যা ঘটনার মূল আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ইমন জানান, সদর উপজেলার গোপালপুর গ্রামে গতকাল মঙ্গলবার বিকালে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে গরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গোপালপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে রোকন মিয়া (২৬) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এই ঘটনায় সংবাদ পাওয়ার সাথে সাথে জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ স্যারের সার্বিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে জামালপুর সদর থানার পুলিশ জামালপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান করে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত মূল আসামী লোকমান হোসেন লকু(৫৫) , মোঃ শিপন মিয়া (২৫) , সায়েরা বেগম( ৪৫) ও লাইলী বেগম ( ৫০) দের কে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত রক্তমাখা কুড়াল ও ০২ (দুইটি) দা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ অপরাদের বিষয়ে জামালপুর জেলা জিরো টলারেন্স নীতি অনুশরন করে চলছে। অপরাধী যে কেউ হোক না করে তাকে আইনের আওতায় এনে শাস্তির বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাদ দমনে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।