• শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ওসির উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মোয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা

জামালপুরে এম এ রশিদ হাসপাতালে হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে এম এ রশিদ হসপিটালে হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর এম এ রশীদ হসপিটালে Acute MI And Atypical presentation ( হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার) বিষয়ে এক CME অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুল বিষয়বস্তু উপস্থাপন করেন এম এ রশীদ  হাসপাতালের ইমারজেন্সি বিশেষজ্ঞ ডা: নূর এ আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.এ রশীদ  হাসপাতালের DMS ব্রি.জে. ডা:(অব:) মোর্শেদ রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ রশীদ  হাসপাতালের হেড অব অপারেশন এম এ জলিল খান এবং হসপিটালের CCU বিভাগের কো-অর্ডিনেটর এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: হিকমত আলী।
 এ সময় বক্তারা জামালপুরে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে এম এ রশীদ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে বলেন হার্টের চিকিৎসার জন্য এখন জামালপুর থেকে ময়মনসিংহ কিংবা ঢাকা যাবার প্রয়োজন নেই।এমএ রশীদ হাসপিটালেই এর আধুনিক ও মানসম্মত চিকিৎসা প্রদান করা হচ্ছে । আর এরই ধারাবাহিকতায় জামালপুরে এই প্রথম CCU চালু করা হয়েছে এবং ইতোমধ্যে CCUতে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেও গেছেন বলেও জানানো হয়।
এ বিষয়ে এম এ রশীদ  হাসপাতালের হেড অব অপারেশন এম এ জলিল খান বলেন ,এম এ রশীদ হসপিটাল জামালপুরে প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায়ীক উদ্দ্যেশে নয় বিশ্বমানের সকল ধরনের চিকিৎসা সেবা সল্প খরচে উন্নত সেবা দিয়ে জামালপুরের মানুষের সেবা দেওয়ার জন্যই এখানকার প্রত্যেকটি ডাক্তার ও হসপিটাল সংশ্লিষ্ট সকলেই নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক এম এ রশীদ হসপিটাল দেশের স্বনামধন্য ডাক্তার ও হসপিটাল ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্যাকেজে আধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি ২৪ ঘন্টা ইমারজেন্সি সেবা প্রদান করে আসেছে বলেও জানান তিনি।
 অনুষ্ঠানে এম এ রশিদ হসপিটালের সকল ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।