• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন

জামালপুরে এম এ রশিদ হাসপাতালে হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে এম এ রশিদ হসপিটালে হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর এম এ রশীদ হসপিটালে Acute MI And Atypical presentation ( হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার) বিষয়ে এক CME অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুল বিষয়বস্তু উপস্থাপন করেন এম এ রশীদ  হাসপাতালের ইমারজেন্সি বিশেষজ্ঞ ডা: নূর এ আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.এ রশীদ  হাসপাতালের DMS ব্রি.জে. ডা:(অব:) মোর্শেদ রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ রশীদ  হাসপাতালের হেড অব অপারেশন এম এ জলিল খান এবং হসপিটালের CCU বিভাগের কো-অর্ডিনেটর এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: হিকমত আলী।
 এ সময় বক্তারা জামালপুরে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে এম এ রশীদ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে বলেন হার্টের চিকিৎসার জন্য এখন জামালপুর থেকে ময়মনসিংহ কিংবা ঢাকা যাবার প্রয়োজন নেই।এমএ রশীদ হাসপিটালেই এর আধুনিক ও মানসম্মত চিকিৎসা প্রদান করা হচ্ছে । আর এরই ধারাবাহিকতায় জামালপুরে এই প্রথম CCU চালু করা হয়েছে এবং ইতোমধ্যে CCUতে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেও গেছেন বলেও জানানো হয়।
এ বিষয়ে এম এ রশীদ  হাসপাতালের হেড অব অপারেশন এম এ জলিল খান বলেন ,এম এ রশীদ হসপিটাল জামালপুরে প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায়ীক উদ্দ্যেশে নয় বিশ্বমানের সকল ধরনের চিকিৎসা সেবা সল্প খরচে উন্নত সেবা দিয়ে জামালপুরের মানুষের সেবা দেওয়ার জন্যই এখানকার প্রত্যেকটি ডাক্তার ও হসপিটাল সংশ্লিষ্ট সকলেই নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক এম এ রশীদ হসপিটাল দেশের স্বনামধন্য ডাক্তার ও হসপিটাল ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্যাকেজে আধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি ২৪ ঘন্টা ইমারজেন্সি সেবা প্রদান করে আসেছে বলেও জানান তিনি।
 অনুষ্ঠানে এম এ রশিদ হসপিটালের সকল ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।