• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত  জামালপুরের  মাদারগঞ্জে কৃষকলীগ নেতা ফরিদকে আটকের পর জেল হাজতে প্রেরন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন

রাজিবপুর প্রতিনিধি আহসান হাবীব লিটু
সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও মামলার অব্যাহত প্রবণতা বন্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের রাজিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে ১২ আগস্ট মঙ্গলবার সকাল সারে ১০ টায় রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার ঢাকা গামী মহা সড়কের বটতলা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক  তারিকুল ইসলাম তারা, বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আবু সাঈদ, দৈনিক জনকন্ঠ রাজিবপুর সংবাদদাতা আনিছুর রহমান, বাংলা টেলিভিশনের সাংবাদিক মাজাহারুল ইসলাম, দৈনিক খবর পত্রের সাংবাদিক রাশিদুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আহসান হাবীব লিটু, সাংবাদিক মাইদুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া থামবে না। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের শাসন নিশ্চিত করে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
মানববন্ধন শেষে সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।