মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনওর কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তাঁর প্রশাসনিক দক্ষতার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা ভেটেনারি সার্জন শাহরিয়া মাহমুদ আরমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আন্নিষা আফরিন, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা আইসিটি অফিসার খাইরুল বাশার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল। বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।