• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান  জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড

বাঁধন হোসেন, জামালপুরঃ
জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো: মজনু মিয়া(৩২) ও ইমান আলীর ছেলে মো: জহুরুল ইসলাম(২৮)। একই উপজেলার রান্ধনি গাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন(৪০) ও মো: আবুল কাশেমের ছেলে মো: মমিন মিয়া(৩৩)। বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক বলেন, মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমান মেয়ে মোছা: হাবিবা আক্তার চৈতী ২০২২ সালের ৯ ফেব্রুয়ারী বিকালে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মজনু মিয়া, জহুরুল ইসলাম, হানিফ উদ্দিন, মমিন মিয়াসহ অজ্ঞাত আরো দুই তিনজন চৈতীকে রাস্তা থেকে একটি সিএনজিতে করে ধর্ষণের উদ্দেশ্যে অপহরন করে। পরে চৈতীর বাবা মো: হাবিবুর রহমান ও স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসামি হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে। এ ঘটনার দুইদিন পর ১১ই ফেব্রুয়ারি চৈতীর বাবা চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতেই তাদের যাবজ্জীবন কারাদন্ড ও ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় ঘোষণা করেন আদালত। জরিমানার টাকা মোছ: হবিবা আক্তার চৈতী পাবে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম নবী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।