ফজলে এলাহী মাকাম ঃ
দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
আজ ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।হলে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোঃ যাবের সাদেক,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একরামুন নাহার, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ হারুন আল মামুন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, দি রাহিম ওভারসিস আরএল ২৫১৪ এর ব্যবস্থাপনা পরিচালক আখি খাতুন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, বৈধ পথে সংশ্লিষ্ট কাজের দক্ষতা নিয়ে বিদেশে গমন করে সরকার অনুমোদিত বৈধ ব্যাংক ও এজেন্টের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে স্বাবলম্বী করার পাশাপাশি নিজেদের জীবন উন্নয়নে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়। পরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী তিনজন প্রবাসীর পরিবারকে ও একটি ব্যাংককে সম্মাননা স্মারক প্রদান করা সহ প্রবাসীর সন্তানদের ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
এছাড়া সকালে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়।