• সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শেরপুর জেলাকে হারিয়ে জামালপুর চ্যাম্পিয়ন  বাঘ প্রতীকে রিট থাকায় জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে প্রতীক মেলেনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানের জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু বকশীগঞ্জে বিস্ফোরক মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের তিন নেতা বাদ: ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল বিজয়ীদের সংবর্ধনা জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা বর্ন্যাঢ্য নানা আয়োজনে জামালপুরে এস এ টিভির ১৪ তম জন্মদিন পালিত জামালপুরে মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরদের মাঝে পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘ প্রতীকে রিট থাকায় জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে প্রতীক মেলেনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানের

ফজলে এলাহী মাকাম:

জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে  এখনো নির্বাচনী প্রতীক পাননি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খান ।

গত ২১ জানুয়ারি জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ইসলামপুর আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি বলে জানা গেছে ।

জানা যায়, গেজেটে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ওই প্রতীক দেয়া যাবে না বলে জানানো হয়। ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি প্রতীক বিহীন অবস্থায় রয়েছেন এখনও ।

এ বিষয়ে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বলেন-‘আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনে আমাকে এখনো কোন প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি। আমার পছন্দের প্রতীক বাঘ প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিবো না।’

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীকে বিসয়টি অবগত করেলে  তিনি বলেন,নির্বাচন কমিশনে বাঘ প্রতীক নিয়ে পিডিবি নামক একটি দল ২০২০ সালে  উচ্চ আদালতে রিট করেছে। যার ফলে বর্তমানে উচ্চ আদালত বাঘ প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে না দিয়ে বাঘ প্রতীক কোন প্রার্থীকে দেওয়া যাচ্ছে না ।তবে বাঘ প্রতীক ব্যতিত অন্য প্রতীক নিতে বললে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খান বাঘ প্রতীক ছাড়া নির্বাচন করবে না বলে জানান ।

এ বিষয়ে নির্বাচন কমিশনের বিসয়টি অবগত করা হয়েছে।উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।