জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানের উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৬ জানুয়ারি সকালে ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনেরতনে ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী,পুলিশ সুপার ড,চৌধুরী মোঃ যাবেদ সাদেক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা আগামী ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে ও ঐক্য সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে গণভোটে সকলকে অংশগ্রহণ করার পাশাপাশি আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহবান জানান।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।