জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহিমকে ফুটবল প্রতীক প্রদান করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী।
শুক্রবার ৩০ জানুয়ারি বিকালে উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুয়াযী জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য বৈধ স্বতন্ত্র্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর কাছ থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম তার নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল প্রতীক গ্রহন করেন।
সে মতে জামালপুর সদর আসনে মোট ১০ জন সংসদ সদস্য প্রার্থী সহ জেলায় ৩৪ জন সংসদ সদস্যপ্রার্থী আগামী ১২ ফেব্রয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবে বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
এ ব্যাপরে জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম জানান, উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুয়াযী জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য স্বতন্ত্র্র বৈধ প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। মাসুদ ইব্রাহীম সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মোঃ সিরাজুল ইসলামের ছেলে। ফুটবল প্রতীকে জামালপুর সদর ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা মাসুদ ইব্রাহিম
বলেন, জামালপুর সদরের সার্বিক উন্নয়ন কল্পে কাজ করার পাশাপাশি মাদক,সন্ত্রাস,চাঁদবাজ মুক্ত জামালপুর গড়তে আমি বদ্ধপরিকর।
তিনি আরো বলেন,আগামী ১২ ফেব্রয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সদরের ভোটারদের মূল্যবান ভোটে বিজয়ী হলে জামালপুর পৌরসভার ১২ টি ওয়ার্ড ও সদরের ১৫ টি ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা সহ প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। সেই সাথে অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও বৃদ্ধদের সামাজিক কর্মসূচির আওতায় ভাতা প্রদান করা সহ নতুন নতুন কলকারখানা নির্মান,গ্রামীন জীবনযাত্রার মান উন্নয়ন করে শিক্ষা, স্বাস্থ্য,স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করে জনগনের নাগরিক অধিকার বাস্তাবায়নে কাজ করে যাবো। সেই সাথে নারীর অধিকার ,নারীরদের ক্ষমতায়ন,বেকার যুবক যুবতিদের কর্মমূখী শিক্ষা গ্রহনের মাধ্যমে বেকারত্ব দূরীকনের কার্যকর পদক্ষেপ গ্রহন করে একটি আধুনিক ও অগ্রসর জামালপুরে রূপান্তরিত করে একটি মডেল জামালপুর সদর উপজেলা হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাসুদ ইব্রাহিম।
জামালপুর সদর ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তৃণমূলের প্রান্তিক মানুষ সহ সকল শ্রেণী পেশা মানুষের দোয়া ও সমর্থন এবং ভোটারদের দল মত নির্বিশেষে একটি করে মূল্যবান ভোট প্রদানের জন্য জামালপুর সদরের ভোটারদের প্রতি সবিনয় নিবেদন করেছে।
এ বিষয়ে জামালপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী জানান, উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রাপ্তিতা ফিরে পাওয়ায় জামালপুর সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহিমের আবেদনের পরিপ্রেক্ষিতে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ফুটবল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে তাকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।