• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা জামালপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের সমাপনী বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে নিজের নিরপেক্ষতা জানিয়ে পত্র দিলেন এমপি নূর মোহাম্মদ ইসলামপুরে সেফটিক ট্যাংক খননের সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

জামালপুরে জমি নিয়ে সংঘাত, ভাংচুর- অগ্নিসংযোগ

মো. শাহ্ জামাল ॥

জামালপুর জেলার ইসলামপুর-মেলান্দহ সীমান্তবর্তী ডিগ্রিরচর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: ৫জন আহত হয়েছে। সংঘর্ষচলাকালে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অবশ্য বাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
জানা গেছে, আলহাজ আব্দুল করিম সরকার (৬৫) গংদের সাথে ছামিদুল ইসলামের (৫০) গংদের মধ্যে ৬১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। করিম এবং ছামিদুল সগোত্রীয় লোক। ১ মে সকালে করিম সরকার এবং ছামিদুল পক্ষের লোকদের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে মুখোমুখি হলে ইটপাটকেল বিনিময় করে। এ সময় করিম সরকারের পক্ষের আব্দুর রহমান আহত হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে চারদিকে থেকে লোকজন আসলে নতুন করে সংঘাত সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে ছামিদুল পক্ষের লোকজন দৌড়ে পালিয়ে যায়। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন ছামিদুল পক্ষের কয়েকটি বাড়িতে হানা দিয়ে ভাংচুর করে।
এ মতাবস্থায় ছামিদুলের ঘরে আগুন ধরিয় দেয়। মুহুর্তেই বাড়ি পুড়ে ভস্মিভূত হয়। এই ঘটনার পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকার সচেতন মহলের ধারণা পরিস্থিতি প্রশমিত না হলে যে কোন সময় বড়ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা করছেন। বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি একপক্ষ অপর পক্ষকে দায়ী করেছে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার ইউসুফ আলী বলেন-এদের বিষয়টি রহস্যজনক তালগোল পাকানো হচ্ছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান-ডিগ্রিরচরের ঘটনাটি সাজানো নাটক। এখনো কোন পক্ষ মামলা দিতে আসেনি। মামলা দিলে তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।