• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

করোনায় ভয়ানক পরিস্থিতির দিকে জামালপুর- এক চিকিৎসক, ৯ স্বাস্থ্যকর্মীসহ একদিনে রেকর্ড ২২ জন আক্রান্ত, মোট আক্রান্ত ১০৩

 

 

এম.এফ.এ মাকাম :

জামালপুরে একদিনেই রেকর্ড ২২ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রামণ ধরা পড়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক, ৫ নার্সসহ ৯ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

 

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, ঢাকা ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে ৪ জনসহ মোট ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে শুধু ইসলামপুরের নতুন আক্রান্ত হয়েছে ১১ জন। এছাড়াও নতুন করে সদরে ৬ জন, মেলান্দহে ৪ এবং মাদারগঞ্জে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, ৫ জন নার্স, ২ জন সরকারী ও ২ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন। নতুন আক্রান্তরা হলেন: ইসলামপুর: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০, ৪৯, ২৪ বছর বয়সী নার্স এবং ৩৬ ও ২৯ বছর বয়সী একজন দুইজন পুরুষ স্টাফ নার্স, ভেঙগুরা গ্রামের একজন স্বাস্থ্যকর্মী, একটি ডায়গনস্টিক সেন্টারের একজন স্বাস্থ্যকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সের স্বামী, নটারকান্দা গ্রামের ঢাকা ফেরত এক নারী ও তার ১২ বছর বয়সী ছেলে; পলবান্ধা ইউনিয়নের বাহাদুর পুর গ্রামের ৩০ বছর বয়সী এক ব্যক্তি। মাদারগঞ্জ : মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৭ বছর বয়সী একজন নারী মেডিকেল অফিসার। মেলান্দহ: মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী এবং ২৫ এপ্রিল ঢাকা থেকে মেলান্দহের দুরমুঠ এলাকায় নিজ বাড়িতে ফেরা ৩৫ বছর বয়সী গার্মেন্টকর্মী ও তার স্ত্রী এবং সরুলিয়া গ্রামের ১৯ বছর বয়সী ৭ দিন আগে ঢাকা আব্দুল্লাহ পুর থেকে বড়িতে আসা এক ব্যক্তি। সদর : জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখায় কর্মরত শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার ৪৬ বছর বয়সী একজন, হরিপুর এলাকার ৪৩ বছর বয়সী অফিস একজন, রনরামপুর গ্রামের ৩৩ বছর বয়সী একজন অফিস সহায়ক; শহরের একটি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় তিনি ওই হসপিটালেই থাকেন। এছাড়াও করোনা শনাক্ত হওয় ৪০ ও ৩৫ বছর বয়সী ২ জনের পরিচয় এখনও জানা যায়নি। জামালপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ জন।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।