• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মনোনয়নপত্র জমা দিলেন বকশগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদ বকশীগঞ্জে ২০০ বছরের পুরোনো জামাই মেলা ইসলামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ জামালপুরে যমুনার বামতীর রক্ষার সমীক্ষা প্রকল্পের প্রতিবেদন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত স্মরণ সভা: ডা.আলাউদ্দিন সিরাজি বকশীগঞ্জে পুলিশের সহায়তায় ছেলেকে ফিরে পেল পরিবার বীর মুক্তিযোদ্ধা আফসার আলীকে সভাপতি, জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক করে সুজনের কমিটি গঠন এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ বকশীগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায়

“দেওয়ানগঞ্জ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন(DEA)”গ্রামের শতাধিক অসহায় দিনমজুর পরিবারের মাঝে ‘খাদ্যসামগ্রী বিতরণ

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ঃ
“দেওয়ানগঞ্জ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন(DEA)”
 এর পক্ষথেকে, এই এই করোনা কালীন মহামারীর সময়ে পৌরসভা’র বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় দিনমজুর পরিবারের মাঝে ‘খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।গত দুই মাসে তারা কয়েক দফা নিজস্ব অর্থায়নে ত্রান বিতরন করে আসছেন।
সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে তারা এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ।যেখানে অনেক বিত্তশালী এবং রাজনৈতিক দল নীরবতা পালন করছেসেখানে তাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম এলাকায় বেশ আলোড়ন ছড়িয়েছে ।
গত দুদিন আগেও তারা  ত্রান বিতরন করেছেন।
এসোসিয়েশনের ‘উপদেষ্টা মোঃ বায়েজিদ বোস্তামি, জানান প্রতিটা প্যাকেটে ছিলো- চাল- ৭ কেজি, ডাল- ১ কেজি,আলু- ৩ কেজি, পেয়াজ- ১ কেজি,
তেল- ১ লিটার, লবণ -১ কেজি, ডেটল সাবান- ১ টি ।
এসোসিয়েশনের ‘ প্রতিষ্ঠাতা & পরিচালক’ সালেহীন বরকত উল্লাহ্ (শাওন মন্ডল),  বলেন-  গত ২ বছর থেকে আমরা এসোসিয়েশনের মাধ্যমে অসহায়দের পাশে দাড়ানো’র চেষ্টা করতেছি, আল্লাহ্’র রহমতে আগমী দিনে দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটা গ্রামে আমাদের সেবা প্রদান করব, একেক জনের একেকটা নেশা থাকে,
আমার নেশা হচ্ছে  অসহায়দের জন্য কিছু করা,
প্রতি ঈদের মত এবারো ২৮ রমযানে অসহায়দের মাঝে দুধ, সেমাই, চিনি, বিতরণ করা হবে।
এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে  তারা মানবতার সেবায় তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ত্রান  গ্রহণকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়
তারা বলেন আমরা এই তরুণদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে আরো সাহায্য সহযোগিতা করার সামর্থ্য দান করেন । কত বড় লোকেদের কত টাকা আছে তারা কিছুই দেয় না আর এই তরুণরা আমাদেরকে নিজেদের পকেট থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।