• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মনোনয়নপত্র জমা দিলেন বকশগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদ বকশীগঞ্জে ২০০ বছরের পুরোনো জামাই মেলা ইসলামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ জামালপুরে যমুনার বামতীর রক্ষার সমীক্ষা প্রকল্পের প্রতিবেদন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত স্মরণ সভা: ডা.আলাউদ্দিন সিরাজি বকশীগঞ্জে পুলিশের সহায়তায় ছেলেকে ফিরে পেল পরিবার বীর মুক্তিযোদ্ধা আফসার আলীকে সভাপতি, জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক করে সুজনের কমিটি গঠন এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ বকশীগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায়

জামালপুরের দেওয়ানগঞ্জে আজ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস  ২০২০  উদযাপিত

দেওয়ানগঞ্জ সংবাদদাতাঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে আজ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস  ২০২০  উদযাপিত হয়েছে । দিবসের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে  ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় । সকাল  ৬ টা  ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে  বিভিন্ন  দল সংগঠন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়  । দিনের  শুরুতে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন এবং পরিষদের পক্ষ থেকে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই  এবং দেওয়ানগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ । এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।এরপর দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন  দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি ) মোহাব্বত কবির  খান  তারপর একে একে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
এরপর সকাল  ১১ ঘটিকায় দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন  আয়োজিত উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা  ও  পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়  । উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে  কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন,  মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইশতিয়াক হোসেন দিদার, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাব্বত  কবির খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান,  মাহবুবুর রশিদ খুররম, খোরশেদ আলম এবং তরিকুজজামান তারিক, জেলা   পরিষদ সদস্য আসলাম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  দেওয়ান মোঃইমরান , স্থানীয় এমপির ব্যক্তিগত কর্মকর্তা মুস্তাকিম বিল্লাহ সিপন, শিক্ষা অফিসার আফতাব উদ্দিন সহ অন্যান্যরা ।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জীবিত মুক্তিযোদ্ধা কমান্ডাররা সহ অন্যান্য বক্তারা ।
এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।