• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
 জামালপুর গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত  ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে পৌর প্রশাসক মৌসুমী খানমের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্ভোধন রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা 

জামালপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ী ও কাউন্সিলরের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

 

 

সজীব/সুজন ঃ

জামালপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্মকান্ড ও চাঁদাবাজীর অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু।

 

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কাচারীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী পরিবার। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন একেএম শফিকুল ইসলাম জুলহাস, একেএম তফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাদের দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। পরিবারের সদস্যদের মারধর করে ও জীবন নাশের হুমকি দিয়েছে। সরকারের কাছে তারা পরিবারের নিরাপত্তা এবং সন্ত্রাসী কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে, দুপুরে জামালপুর পৌরসভা প্রাঙ্গনে পাল্টা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু। তিনি বলেন, শহরের সরদার পাড়ায় স্থানীয় শাজাহান ও রূপমের জমির সিমানায় প্রাচীর নির্মান নিয়ে বিরোধ মিমাংসা করতে পৌর মেয়রের নির্দেশে ঘটনাস্থলে গেলে জুলহাসের লোকজন হামলা চালিয়ে আমার সঙ্গীদের মারধর ও গাড়ী ভাংচুর করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।