জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশী জনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর সোমবার বিকালের জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করুন তৃতীয় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন, জামালপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।স্থানীয় সরকার শাখা জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উপ-সচিব মৌসুমী খানমের সভাপতিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা সমাজসেবা উপ-পরিচালক রোকানুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরোও অনেকে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মাহ্ফুজা রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ( ৩য় পর্যায়) প্রকল্প।
এ সময় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করার মাধ্যমে, ছোটখাটো মামলা নিষ্পত্তি করে আর্থিক অপচয় ও সামাজিক বিরোধ সমাধানের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রম কে আরো সক্রিয়করণ ও এর সুযোগ সুবিধা প্রান্তিক পর্যায়ে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোকপাত করা হয়।