এম.এফ এ মাকামঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন,শোভাযাত্রা, মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারির মোড়ে মানববন্ধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতিকুর রহমান ছানা,জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,সাংবাদিক জাহাঙ্গির সেলিম,জামালপুর টেলিভিশন রির্পোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম,প্রফেসর তরিকুল ফেরদৌস সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সকল ক্ষেত্রে মাদককে না বলে মানসী মুখ্য মাদককে না বলুন ও মাদকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।