ফজলে এলাহী মাকাম ঃ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রিয়া কর্মসূচি ২০২৪ -২৫ এর মাস ব্যাপী অনূর্ধ্ব ১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জামালপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফয়হাদ রেদওয়ান, জেলা ক্রিয়া অফিসার আফরিন আক্তার মনি, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা তারুণ্যের উৎসবের মাধ্যমে, শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের দেহমন গঠন করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।