• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান  জামালপুরে দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীকে মারধর মনোনয়নপত্র জমাদানে বাঁধার অভিযোগ//থানায় জিডি জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ৩৮ লাখ টাকার ভারতীয় কম্বল ও থান কাপড় জব্দ জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে নারীর নিরাপত্তা ও অধিকার আইন সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সিইসি’র হস্তক্ষেপ কামনা স্বতন্ত্র প্রার্থীর

জামালপুর প্রতিনিধি ঃ
জামালপুরে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু। শনিবার দুপুরে শহরের তমালতলায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।
জামালপুর- ৫ সদর আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে বলেন, তার বিভিন্ন নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে আওয়ামী লীগের নেতারা। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে তার প্রধান নির্বাচন সমন্বয়কারী আওয়ামী লীগের নেতা আছাদুজ্জামান আকন্দ বাবুসহ তৃণমূলের কর্মীদের মাঠছাড়া করার জন্য প্রশাসনিকভাবে প্রভাব বিস্তার করা হচ্ছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করে তিনি বলেন আওয়ামী লীগের নেতারা নির্বাচনী জনসভায় আমার বিরুদ্ধে উষ্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করছেন। জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকাশ্যে সরকারি ভাতা বন্ধের হুশিয়ারি দিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে। সাবেক ও বর্তমান আমলারা প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বিদ্যুৎ সচিব থাকা অবস্থায় তার কাছ থেকে সুবিধা পাওয়া ঠিকাদারদের কালো টাকা নিয়ে প্রচারণা করছেন যা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব পড়বে বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে প্রতিটি কেন্দ্র সেনা মোতায়েন ও বিদেশী পর্যবেক্ষক পাঠানোর দাবি জানান। রেজাউল করিম তার অভিযোগগুলো তদন্ত করে নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাকিরা উপস্থিত ছিলেন।

আসমাউল আসিফ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।