• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে ৯ জুয়াড়ি আটক’ ৩ মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ   দেওয়ানগঞ্জের ডিবির হাতে ২৪ বস্তা ভারতীয় প্রসাধনী জব্দ। আটক ২ জমি সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা মেলান্দহে সুধিজনের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বকশীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন: মেশিন জব্দ ও ধ্বংস সংবিধান সংষ্কার – জামালপুর সদরে ভোটের গাড়ী প্রচারনা জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি  ঃ
জামালপুরের মাদারগঞ্জে মামলা দিয়ে হয়রানি ও মিথ্য, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকায় নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে কড়–ইচূড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ভূক্তভোগী রাশেদুল হাসান লাজু বলেন, মহিষাবাথান এলাকার আব্দুর রহিমের ছেলে রুবেলের সাথে তাদের প্রতিবেশী জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাতের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। বিরোধের জেরে সম্প্রতি তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় ও হাতাহাতি হয়। পরবর্তীতে সিফাতের মা শিল্পী বেগম এ ব্যাপারে মামলা দায়ের করেন। সিফাত ছাত্রলীগের প্রভাব খাটিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে অন্যায়ভাবে আমাকে ওই মামলায় আসামী করেছে। কিন্তু বিরোধপূর্ণ ওই জমি নিয়ে রুবেল ও সিফাতের পরিবারের মধ্যে যে বিরোধ বা হাতাহাতির ঘটনা ঘটেছে তার সাথে আমি বা আমার পরিবারের কোন প্রকার সম্পৃক্ততা নেই। অহেতুক মামলা দিয়ে হয়রানি ও মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করায় তিনি তার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে লাজুর বাবা কড়–ইচূড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রকিব আবলু, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তাকিম বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।