ফজলে এলাহী মাকামঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেন্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা মেধার বিকাশ ঘটিয়ে সাফল্য এগিয়ে নিতে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে তোমাদের দক্ষতার নজির স্থাপন করে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য বয়ে নিয়ে আসবে এটাই আমার প্রত্যাশা। আমি আশা করব নির্ধারিত সময়ের মধ্যে সকলেই তোমাদের ডিগ্রি অর্জন করবে এবং নিজেকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি আজকে এখানে অনেক কিছুই দেখবে না। আমি দারিদ্রতার কথা বলেছি, দারিদ্রতার জায়গায় এসে তুমি সর্বোচ্চ পজিশনটা নিজের অবস্থান থেকে তৈরি করে নিবে , সেটাই আমার প্রত্যাশা, কারন পৃথীবিটা আজ তোমার হাতের মুঠোয়। অবকাঠামোগত বিষয়গুলো যদি নাও পাও তুমি যোগ্যতা অর্জনে পিছুপা হবেনা। কোন এক শুভক্ষনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। কিন্ত প্রতিষ্ঠার দীর্ঘ আটটি বছর ধরে আমি যা দেখেছি সেই আনুপতিক হারে সেই উন্নয়ন হয়নি। আজ থেকে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মাধ্যমে সেই উন্নয়ন হবে।
বিশ্ববিদ্যালয়টির ছাত্রী হলের প্রভোস্ট মৌসুমি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের ড. প্রফেসর সাদিকুর রহমান, শিক্ষার্থী আদিবা খান রাউফি, লিটন আকন্দ, আবু সায়েমসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের সমাজ কর্ম, ম্যানেজম্যান্ট, সিএসই এন্ড ত্রিপলি, ফিশারিজ, গণিত বিভাগ সহ ৭টি বিভাগের ২৫৮জন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।