ফজলে এলাহী মাকাম
জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযানে চার ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করেছে ও উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
৫মার্চ বুধবার দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে ৩ টি ও বগারচর ইউনিয়নে ১টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ টি ইটভাটা মালিককে ২ লাখ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) আসমা উল হুসনা।
ইটভাটা গুলো হলো থ্রি স্টার ব্রিকস, রহমত ব্রিকস, উজ্জল ব্রিকস ও নাফিজ ব্রিকস। এ অভিযানে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা সহ সেনা বাহিনীর টিম, বকশীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম জানিয়েছেন ,সরকারী নির্দেশনা মোতাবেক জেলা অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে। যাতে পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্র্রহন করে আগামী প্র্রজন্মের জন্য নিরাপদ সবুজ বাংলাদেশ উপহার দেওয়া যায়।