মোঃ সুজনঃ
জামালপুরে শহরের বংশ খাল দখল ও দূষণমুক্ত করতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার সকালের শহরের দোয়ায়েমি মোরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার সচিব হাফিজুর রহমান।
এ সময় শহরের গেটপার এলাকা থেকে বংশখাল দখল ও দূষণমুক্ত করতে শহরের ব্রহ্মপুত্র নদী পর্যন্ত ময়লা আবর্জনা অপসারণ ও দুই বংশ খালের দখলকৃত জমি উদ্ধার করে পানির স্ত্রোতধারা অব্যাহত রাখতে অভিযান পরিচালনা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।