বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত জামালপুরে পূর্ব শত্রুতার জেরে ধানক্ষেতে এসিড নিক্ষেপ করেছে প্রতিপক্ষরা শীর্ষক শিরোনাম যে সংবাদ ছাপা হয়েছে তা আদৌ সত্য নয়। এক প্রতিবাদ লিপিতে রাশেদুল ইসলাম নওশাদ উল্লেখ করেন, সংবাদের ধান ক্ষেতে এসিড নিক্ষেপ করে ধান খেত যে বিনষ্টর কথা বলা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত মওদুদ আহমেদ মধু হিংসা ও পূর্ব বিরোধের জোড় ধরে নিজেরাই ধানক্ষেতে এসিড নিক্ষেপ করে নওশাদ ও তার ছেলেকে ফাঁসানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। সেই সাথে ধান ক্ষেতে এসিড নিক্ষেপের মিথ্যা তথ্য দিয়ে সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে।
তাই আমার সম্পর্কে প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
রাশেদুল ইসলাম নওশাদ
পাথালিয়া, জামালপুর।