• রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন দেওয়ানগঞ্জে সময়ের কণ্ঠস্বরের ১ যুগপূর্তি উদযাপন মানবতার সেবায় জামালপুর সদরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল দোস্ত এইড জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও কলেজের নামে মিথ্য অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিয়োগ বিজ্ঞপ্তি জামালপুরের ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা জামালপুর সদরে দোস্ত এইডের টিউবয়েল পেল ৫০ টি পরিবার অবশেষে সেই মেয়েকে স্বজনের কাছে হস্তান্তর বকশীগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ জামালপুরে চাঁদাবাজির সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

দোস্ত এইডের মানবিক ছোঁয়ায় সাতক্ষীরার আশাশুনি উপকূলীয় ৫০০ পরিবারে পেল ত্রান

 

ফজলে এলাহী মাকামঃ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় ৫০০ দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সকালে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। দোস্ত এইডের ফিনান্স এন্ড একাউন্টস এসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও প্রতাপনগর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের মিডিয়া অফিসার সাজু আহমেদ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াহিদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের প্রতিনিধি নাবেদ পারভেজ আকাশসহ আরো অনেকে।  স্বাগত বক্তব্য রাখেন দোস্ত এইডের স্থানীয় প্রতিনিধি সাইদুল ইসলাম।

 

সম্প্রতি আকস্মিক বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার আনুলিয়া ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘরবাড়ি, খাবার ও সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর জন্য দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট অত্র অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি ফুড প্যাকেজে রয়েছে ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ডাল, আলু, পেয়াজ, মশলাসহ নিত্য প্রয়োজনীয় প্রায় ৫০ কেজি খাদ্য সামগ্রী।  প্রতিটি ফুড প্যাকেট পরিবারগুলোর প্রায় ২ মাসের খাদ্য চাহিদা পূরণ করবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, উপকূলীয় এই অঞ্চলের মানুষেরা সবসময়ই প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন।  সম্প্রতি বাঁধ ভেঙে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুঃসময়ে দোস্ত এইডের এই উপহার অসহায় মানুষগুলোর জন্য আশীর্বাদ স্বরুপ। তিনি বলেন, প্রতিটি ফুড প্যাকেট পরিবারগুলোর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করবে।  তিনি আরও বলেন, ফুড প্যাকেটগুলো শুধুমাত্র নামেমাত্র নয়, বরং টেকসই খাদ্য চাহিদা পূরণ করতে এগিয়ে নিবে।

প্রধান আলোচকের বক্তব্যে দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে দোস্ত এইড দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রামে কাজ করে থাকে। সাতক্ষীরাতেও বিভিন্ন সময়ে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের সমস্যাবলীর আলোকে নতুন নতুন সাসটেইনেবল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে দোস্ত এইডের, ইতোমধ্যেই তা বাস্তবায়নও হচ্ছে। তিনি ফুড প্যাকেট প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতার জন্য স্থানীয় ভলেন্টিয়ারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান।

 

প্রায় ৫০ কেজি ওজনের সমৃদ্ধ ফুড প্যাকেট পেয়ে উপকারভোগীসহ সকলেই অত্যন্ত আনন্দিত। তারা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানান ও সংস্থার সমৃদ্ধি কামনায় দোয়া করেন।

 

উল্লেখ্য, দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৭ সাল থেকে দেশব্যাপী টিউবওয়েল, অযুখানা ও সাবমার্সিবল স্থাপন, স্বাবলম্বীকরণ, ভ্যান ও রিকশা বিতরণ, সেলাইমেশিন বিতরণ, মসজিদ নির্মাণ, হুইলচেয়ার বিতরণ, ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জরুরি ত্রাণ,  রমজান, কুরবানিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই সংস্থাটি ২ মিলিয়নের অধিক মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে পেরেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।