এম.এফ.এ মাকামঃ
ময়মনসিংহ বিভাগের সবার সেরা জন্ম মৃত্যু নিবন্ধন প্রদান কার্যক্রমে প্রথম স্থান অর্জন করায় ইসলামপুর উপজেলার জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমানেকে সন্মাননা ও পুরষ্কার প্রদান করা হয়েছে।
রবিবার (২০শে জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাসিনা বেগম ইসলামপুর উপজেলার ইউএনও মো: তৌহিদুর রহমানের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলার ইউএনও মো: তৌহিদুর রহমান জানান,-ময়মনসিংহ বিভাগের সবার সেরা জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমের এই অর্জন ইসলামপুর উপজেলাবাসী সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের সম্মিলিত ও ঐক্যান্তিক প্রচেষ্টার ফল। আমরা সবসময় মানুষের দৌরগোড়ায় সরকারী সেবা সমূহ সহজ ভাবে পৌছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।
এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। আগামীতেও এর ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।
মংমনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার ভেতর এই সাফল্য অর্জন করে ইসলামপুর উপজেলা।