এম,এফ,এ মাকামঃ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি হ্যান্ডবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ৫ আগষ্ট বিকালের জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল স্টেডিয়ামে প্রীতি হ্যান্ডবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি ,জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম ,জেলা ক্রীড়া সংস্থায় সদস্য আসামউল আসিফ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দেহমন গঠন করে মাদক ও দুর্নীতিমুক্ত থেকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।