• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
 জামালপুর গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত  ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে পৌর প্রশাসক মৌসুমী খানমের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্ভোধন রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা 

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন

রাজিবপুর প্রতিনিধি আহসান হাবীব লিটু
সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও মামলার অব্যাহত প্রবণতা বন্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের রাজিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে ১২ আগস্ট মঙ্গলবার সকাল সারে ১০ টায় রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার ঢাকা গামী মহা সড়কের বটতলা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক  তারিকুল ইসলাম তারা, বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আবু সাঈদ, দৈনিক জনকন্ঠ রাজিবপুর সংবাদদাতা আনিছুর রহমান, বাংলা টেলিভিশনের সাংবাদিক মাজাহারুল ইসলাম, দৈনিক খবর পত্রের সাংবাদিক রাশিদুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আহসান হাবীব লিটু, সাংবাদিক মাইদুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া থামবে না। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের শাসন নিশ্চিত করে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
মানববন্ধন শেষে সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।