জামালপুর পৌরসভার প্রশাসকের কার্য সম্পাদনের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার বিকালে জামালপুর পৌর প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানসহ জালালপুর পৌরসভার বিভিন্ন পর্যায়োর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন,জামালপুর পৌরসভার নাগরিকদের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে কাজ করার পাশাপাশি নাগরিক সেবা উন্নয়ন, জন্মও মৃত্য নিবন্ধন, টিকা কার্যাক্রম,সনদ পত্র বিতরন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা,মশক নিধন , পৌর কর আদায়,পানি নিষ্কাশন, বজ্য ব্যবস্থাপনা শক্তিশালী করন করে পৌর এলাকায় মাদক মুক্ত থেকে ,শৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি পৌরসভার চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয়সমূহ, প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা সহ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানানো জানান।