• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

“দেওয়ানগঞ্জ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন(DEA)”গ্রামের শতাধিক অসহায় দিনমজুর পরিবারের মাঝে ‘খাদ্যসামগ্রী বিতরণ

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ঃ
“দেওয়ানগঞ্জ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন(DEA)”
 এর পক্ষথেকে, এই এই করোনা কালীন মহামারীর সময়ে পৌরসভা’র বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় দিনমজুর পরিবারের মাঝে ‘খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।গত দুই মাসে তারা কয়েক দফা নিজস্ব অর্থায়নে ত্রান বিতরন করে আসছেন।
সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে তারা এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ।যেখানে অনেক বিত্তশালী এবং রাজনৈতিক দল নীরবতা পালন করছেসেখানে তাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম এলাকায় বেশ আলোড়ন ছড়িয়েছে ।
গত দুদিন আগেও তারা  ত্রান বিতরন করেছেন।
এসোসিয়েশনের ‘উপদেষ্টা মোঃ বায়েজিদ বোস্তামি, জানান প্রতিটা প্যাকেটে ছিলো- চাল- ৭ কেজি, ডাল- ১ কেজি,আলু- ৩ কেজি, পেয়াজ- ১ কেজি,
তেল- ১ লিটার, লবণ -১ কেজি, ডেটল সাবান- ১ টি ।
এসোসিয়েশনের ‘ প্রতিষ্ঠাতা & পরিচালক’ সালেহীন বরকত উল্লাহ্ (শাওন মন্ডল),  বলেন-  গত ২ বছর থেকে আমরা এসোসিয়েশনের মাধ্যমে অসহায়দের পাশে দাড়ানো’র চেষ্টা করতেছি, আল্লাহ্’র রহমতে আগমী দিনে দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটা গ্রামে আমাদের সেবা প্রদান করব, একেক জনের একেকটা নেশা থাকে,
আমার নেশা হচ্ছে  অসহায়দের জন্য কিছু করা,
প্রতি ঈদের মত এবারো ২৮ রমযানে অসহায়দের মাঝে দুধ, সেমাই, চিনি, বিতরণ করা হবে।
এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে  তারা মানবতার সেবায় তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ত্রান  গ্রহণকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়
তারা বলেন আমরা এই তরুণদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে আরো সাহায্য সহযোগিতা করার সামর্থ্য দান করেন । কত বড় লোকেদের কত টাকা আছে তারা কিছুই দেয় না আর এই তরুণরা আমাদেরকে নিজেদের পকেট থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।