• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে খাদ্যের নিরাপদতা এবং নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি বিষয়ক আলোচনা সভা জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত   জামালপুর গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত  ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে পৌর প্রশাসক মৌসুমী খানমের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

 

আসমাউল আসিফঃ

জামালপুরে মরিয়ম আক্তার মুন্নি (২৬) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পাশবিক নির্যাতন করেছে পাষন্ড স্বামী মজনু মিয়া (৩৩)। পৌর এলাকার মুসলিমাবাদে এ ঘটনা ঘটে। বুধবার রাতে গৃহবধূকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, দশ বছর পূর্বে মুসলিমাবাদের জুল্লু মিয়ার ছেলে মোঃ মজনু মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় তার স্বামীকে ব্যবসা করার জন্য নগদ ১ লক্ষ টাকা প্রদান করে তার পরিবার। ওই ১ লক্ষ টাকা খরচের পর থেকে মজনু মিয়া ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকে। আমি আমার একমাত্র মেয়ের ভবিষৎ চিন্তা করে নির্যাতন সহ্য করে সংসার করতে থাকি। এ অবস্থায় গত ১৮ তারিখ আবারও মজনু মিয়া ও তার পরিবারের সদস্যরা ২ লক্ষ টাকা যৌতুক দাবী করলে আমি দিতে অসীকৃতি জানাই। এতে মজনু মিয়া, তার বাবা জুল্লু মিয়া, মা মজিদা বেগম, জোসনা বেগম, জনতা বেগম আমাকে শ্বাসরোধ করে ও কাঠের চলা দিয়ে মারধর করে হত্যার চেষ্টা করে। এসময় আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। পরে আমার পরিবারের সদস্যরা আমাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আমি জামালপুর সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।