• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান  জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন

দেওয়ানগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

রশীদুল আলম শিকদার
সানন্দবাড়ী প্রতিনিধিঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লঙ্কারচর সকাল বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলাম।   ২৭ শে সেপ্টেম্বর সকাল ১০ঃ০০ ঘটিকায় সকাল বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনটিতে অভিযোগ করে আব্দুস সামাদ বলেন, সকাল বাজারের দীর্ঘদিন যাবত বাপ দাদার সম্পত্তিতে আমরা দোকান তুলে ভাড়া দিয়েছি  ও নিজেরা  দোকান করে আসছি। কিন্তু পাশের জমির মালিক যশমত আলীর ছেলে হাসান আলি ও বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে ৮/৬/২০২৪  রাতের আধারে  আমাদের বিল্ডিং ঘরের ওয়াল ভেঙে দেয়।সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র থাকায় আমরা বাধা দিতে পারিনি। আইনকে শ্রদ্ধা করে  আমরা এই বিষয়ে বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করি, যেটার বিচার কার্যক্রম চালু রয়েছে।।
এই বিষয়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে চারবার শালিশের ব্যবস্থা করা হয়। কিন্তু কোন বারোই যশমত ও তার ছেলেরা শালিশী মানেনি। সব শেষ ১৭/৯/২০২৪ই আশেপাশের ইউনিয়ন থেকে সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের উপস্থিতিতে বড়সড় করে একটি সালিশের আয়োজন করা হয়। সালিশ নামায় বিচারকগণ জমির বিষয়ে এই সিদ্ধান্ত নেন যে। যে যেখানে যেভাবে করে খাচ্ছি সেভাবেই করে খাওয়ার জন্য রায় দেন। কিন্তু বিচারকদের সেই রায় মানেন না যশমত ও তার ছেলেরা।।
এরপর থেকে তারা নানাভাবে আমাদেরকে ষড়যন্ত্র শুরু করে দেয়। যার কারনে গত ২৩ শে সেপ্টেম্বর লঙ্কার চর সকাল বাজারের পশ্চিমে রাস্তার পাশে তাদের নিজ জমির আওতায় কিছু গাছের চারা রোপন করা হয়েছিল। যে গাছগুলো নিজেরাই কেটে আমাদের লোকদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে ও দেওয়ানগঞ্জে প্রশাসনের কাছে একটি অভিযোগ দাখিল করেছে।। আমার ভাতিজা সাগর ও বাজারে রিপন নামে একজনের নামে তারা অভিযোগ করেন।যেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কেননা অভিযোগকারীদের কাছে কোনরকম প্রমাণ নেই প্রমাণ না থাকলেও মিথ্যে মনগড়াভাবে তারা সংবাদ প্রচার করেছে। আমরা তাদের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রকাশ করছি।।
অন্য ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, জশমতের ছেলে হাসান আলী মামলা ও এলাকাবাসীর সালিশে জিততে না পেরে। তারা আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদের এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি।সেই সাথে উপজেলা প্রশাসন ও আইনের কাছে সুষ্ঠু তদন্ত করে সঠিক অপরাধীকে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।