• বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধারের দাবী কৃষকদের জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে তরুণ এবং নারী উদ্যোক্তার জন্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক ১২দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্ভোধন জামালপুরে দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির আয়োজনে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান জামালপুরে এলডিবি মনোনীত জামালপুর সদর আসনে এমপির প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ  মাসুদ হোসাইনের গণ সংযোগ  মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন বকশীগঞ্জে নাশকতার অভিযোগে ইউপি সদস্যসহ আ.লীগের ৩ নেতা গ্রেফতার জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসবে সাঁতর প্রতিযোগীতা অনুষ্টিত সরকারি আশেক মাহমুদ কলেজে বিএনসিসি প্রাথমিক চিকিৎসা কোর্সের সমাপনী অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারা মুক্তির দাবিতে মানববন্ধন

শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবনের ’ নির্মান কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের সংশয়

এম.এফ.এ মাকাম :

জামালপুরবাসীর আধুনিক স্বাস্থ্য সেবা প্রদানে জামালপুরে স্থাপন করা হচ্ছে ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মান কাজ। প্রকল্পটির কাজ সম্পন্ন হলে জেলার ২৬ লাখ মানুষ ছাড়াও শেরপুর, কুড়িগ্রাম, গাইবন্ধা , সিরাজগঞ্জ,টাঙ্গাইল জেলার অর্ধকোটি মানুষ আধুনিক স্বাস্থ্য সেবার সুযোগ পাবে। তবে ৫শ’ শয্যার হাসপাতালের ভবন নির্মাণ কাজ শুরু না হওয়ায় নির্ধারীত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন, প্রকল্পের প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ৫শ’ শয্যার মুল হাসপাতাল ভবন নির্মাণ কাজ শুরু করা হবে।

যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত পশ্চাতপদ জামালপুর জেলার মানুষ দীর্ঘদিন থেকে আধুনিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। জামালপুর ও শেরপুর ছাড়াও টাঙ্গাইল, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ জেলার যমুনা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চলের বিশাল জনগোষ্ঠির আধুনিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে জামালপুর শহরের মনিরাজপুরে ৩০ একর জমির উপর ৪শ’ ৫৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ‘জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ নির্মাণ কাজ করছে জামালপুর গণপুর্ত বিভাগ। ইতিমধ্যে মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন, ২টি ছাত্রাবাস, স্টাফ কোয়ার্টার,ডরমেটরী,চিকিৎসকদের কোয়াটার ও নার্সিং ইন্সিটিটিউটসহ বিভিন্ন অবকাঠমোর প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। ১শ’ ৯১ কোটি টাকা ব্যায়ে ৫শ’ শয্যার মুল হাসপাতাল ভবন নির্মাণের জন্য দাখিলকৃত আন্তর্জাতিক দরপত্রের মুল্যায়ন কাজ চলছে। মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম বলেন, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ সম্পুর্ণ হলে জেলা ২৬ লাখ মানুষ ছাড়াও শেরপুর,সিরাজগঞ্জ,কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, গাইবান্ধার ফুলছড়ি ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কয়েক লাখ মানুষের আধুনিক চিকিৎসা সেবা পাবে। এদিকে অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, হাসপাতলটি নির্মান কাজ সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীরা ইন্টার্নি করার সুযোগ পাবে এবং সাধারণ রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপকৃত হবে বলেও জানান তিনি।

 

এসব বিষয়ে, জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন বলেন, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রকল্পের কলেজ ও নাসিং ইন্সিটিটিউটের যে সব অবকাঠামো রয়েছে তার প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। আর ৫শ’ শয্যার মুল হাসপাতাল ভবনের দাখিলকৃত আন্তর্জাতিক দরপত্রে মুল্যায়নের কাজ চলছে। অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে । সব মিলিয়ে দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল ভবনটি নির্মান করা হলে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে এমনটি প্রত্যাশা সকলের।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।