• মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে ইউএনওকে বিদায় সংবর্ধনা দিল অফিসার্স ক্লাব আরিফ উদ্দিন দেওয়ানগঞ্জ পৌর বিএনপি’র সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে পানিতে পড়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু  ইসলামপুরে কাবিখা প্রকল্পের রাস্তা নির্মান না করেই বরাদ্ধ আত্মসাতের অভিযোগ জামালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন বাল্য বিয়ে মুক্ত ঘোষণা হলো ইসলামপুরে ৪ ইউনিয়ন জামালপুরে পূবালী ব্যাংক পিএলসি এর সহযোগিতায় আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে জিয়া সাইবার ফোর্স নেতা এম শুভ পাঠান আটক জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালিত সুপ্রিম কোর্টে পারমিশন প্রাপ্ত নবীন আইনজীবীদের সম্মাননা

জামালপুর জেলা আ’লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন’র  ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

 

 

মেহেদী হাসান :

যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় দুই সপ্তাহ ধরে কর্মহীন জামালপুরের তৃতীয় লিঙ্গের ( হিজড়া) মানুষ। করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় কারো বাড়িতে না গিয়ে নিজেরাই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। দিন কাটছে নিদারুণ অর্থ ও খাদ্য কষ্টে। আর এই তৃতীয় লিঙ্গের মানুষদের কথা ভেবে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় লিঙ্গের ৬০ জন মানুষদের খাদ্যদ্রব্য পৌঁছিয়েছেন।

 

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে জনপ্রতি ৪ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল ও আধা লিটার তেল ৬০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে বিতরণ করা হয়।

 

সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী বলেন, করোনা ভাইরাস নিয়ে সরকারের নির্দেশার পর কোথাও যেতে পারছেন না তারা। ঘরে খাবারও ফুরিয়ে গেছে।  ঠিক এমন সময় সাবিনা ইয়াসমিন আপা যে পাশে এসে দাঁড়ালেন। এর মাধ্যমে কয়েকদিন তো খাবারের ব্যবস্থা হলো। এতে আমরা খুব খুশি। সরকারের পাশাপাশি সকল বিত্তবান মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

 

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন জানান, বর্তমানে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আজ কঠিন সময় পার করছে। সব জায়গার মতো জামালপুর জেলাতেও লক ডাউন হওয়ায় দিনমজুর, নিন্ম আয়ের মানুষ কাজে নামতে পারছেন না। এই সংকট মোকাবিলায় আমাদের সবার উচিৎ যার যার অবস্থান থেকে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া।

 

তিনি আরো বলেন, সকলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নিজেরা নিরাপদে থেকে অন্যকে নিরাপদ রাখি- করোনাকে জয় করে – মানবিক বিশ্ব গড়ি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।