• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা জামালপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের সমাপনী বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে নিজের নিরপেক্ষতা জানিয়ে পত্র দিলেন এমপি নূর মোহাম্মদ ইসলামপুরে সেফটিক ট্যাংক খননের সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরন আশেক মাহমুদ কলেজের ছাত্রছাত্রীদের ইসলামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় এড.আঃ সালাম চেয়ারম্যান নির্বাচিত বকশীগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩ জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা জামালপুরে তীব্র দাবদাহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাবার পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

জামালপুর জেলা আ’লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন’র  ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

 

 

মেহেদী হাসান :

যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় দুই সপ্তাহ ধরে কর্মহীন জামালপুরের তৃতীয় লিঙ্গের ( হিজড়া) মানুষ। করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় কারো বাড়িতে না গিয়ে নিজেরাই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। দিন কাটছে নিদারুণ অর্থ ও খাদ্য কষ্টে। আর এই তৃতীয় লিঙ্গের মানুষদের কথা ভেবে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় লিঙ্গের ৬০ জন মানুষদের খাদ্যদ্রব্য পৌঁছিয়েছেন।

 

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে জনপ্রতি ৪ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল ও আধা লিটার তেল ৬০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে বিতরণ করা হয়।

 

সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী বলেন, করোনা ভাইরাস নিয়ে সরকারের নির্দেশার পর কোথাও যেতে পারছেন না তারা। ঘরে খাবারও ফুরিয়ে গেছে।  ঠিক এমন সময় সাবিনা ইয়াসমিন আপা যে পাশে এসে দাঁড়ালেন। এর মাধ্যমে কয়েকদিন তো খাবারের ব্যবস্থা হলো। এতে আমরা খুব খুশি। সরকারের পাশাপাশি সকল বিত্তবান মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

 

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন জানান, বর্তমানে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আজ কঠিন সময় পার করছে। সব জায়গার মতো জামালপুর জেলাতেও লক ডাউন হওয়ায় দিনমজুর, নিন্ম আয়ের মানুষ কাজে নামতে পারছেন না। এই সংকট মোকাবিলায় আমাদের সবার উচিৎ যার যার অবস্থান থেকে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া।

 

তিনি আরো বলেন, সকলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নিজেরা নিরাপদে থেকে অন্যকে নিরাপদ রাখি- করোনাকে জয় করে – মানবিক বিশ্ব গড়ি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।