• শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা বকশীগঞ্জে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’হুইল চেয়ার ৫০ জন প্রতিবন্ধী দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা

জামালপুরে কর্মহীন মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন পাশে লাইফগার্ড

সাইমুম সাব্বির শোভন:

জামালপুরে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ড। নভেল করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশে সরকারী ছুটি ও সকল দোকানপাট বন্ধ ঘোষনা করায় কর্মহীন হয়ে পড়ে জেলার শ্রমজীবী মানুষেরা। এই কর্মহীন শ্রমজীবী মানুষ ও নিন্ম মধ্যবিত্ত মানুষের কষ্ট কমাতে তাদের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ড।
মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ প্রায় ২শতাধিক কর্মহীন ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরন করেন লাইফ গার্ডের কর্মীরা।
এসময় ত্রান নিতে আসেন শেরপুর জেলার মাছপাড়া এলাকার রিক্সা চালক ইসমত আলী। ত্রান পাওয়ার পর রিক্সা চালক ইসমত আলী জানান- তিনি সারাদিন রিক্সা চালিয়ে ৬০ টাকা পেয়েছেন। ৫ সদস্যের পরিবারের খাবার নিয়ে খুবই চিন্তায় ছিলেন তিনি। লাইফ গার্ড থেকে ত্রাণ পাওয়ার পর সেই চিন্তা দূর হয় তার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জ্বালানী তেল ও পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম আকন্দ। এছাড়াও লাইফ গার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মো: বদরুল ইসলাম সায়েম, সদস্য রুহুল আমিন, সিফাত, রাব্বি, রূপক, দীপ্ত ও সউদ উপস্থিত ছিলেন।
ত্রাণের প্রতিটি প্যাকেটে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিড়া, ৫০০ গ্রাম লবন ও ১টি করে হাত ধোয়ার সাবান দেওয়া হয়।
লাইফ গার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মো: বদরুল ইসলাম সায়েম জানান- দেশের এই সংকটময় সময়ে সবচেয়ে কঠিন সময় পার করছে নিম্ম মধ্যবিত্ত ও কর্মহীন শ্রমজীবী মানুষেরা। তাই তাদের কষ্ট কমাতে লাইফ গার্ডের এই উদ্যোগ। সক্ষমতা অনুযায়ী ত্রাণ দেওয়া হয়েছে। পরবর্তীতে ত্রানের পরিমান আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।