• সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধারের দাবী কৃষকদের জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে তরুণ এবং নারী উদ্যোক্তার জন্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক ১২দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্ভোধন জামালপুরে দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির আয়োজনে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান জামালপুরে এলডিবি মনোনীত জামালপুর সদর আসনে এমপির প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ  মাসুদ হোসাইনের গণ সংযোগ  মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন বকশীগঞ্জে নাশকতার অভিযোগে ইউপি সদস্যসহ আ.লীগের ৩ নেতা গ্রেফতার জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসবে সাঁতর প্রতিযোগীতা অনুষ্টিত সরকারি আশেক মাহমুদ কলেজে বিএনসিসি প্রাথমিক চিকিৎসা কোর্সের সমাপনী অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারা মুক্তির দাবিতে মানববন্ধন

“আর কতকাল সেচতে হবে”

মোস্তাইন বিল্লাহ  দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

একটুখানি বৃষ্টি আসলেই যেনো যমুনা নদী, মনে হয় মাছ চাষের হ্যাচারি, এমনকি স্টিমার চলাচলের উপযোগী স্থান।এমনটাই মনে হচ্ছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারের, সানন্দবাড়ী টু মৌলভীরচর রাস্তার সানন্দবাড়ী দক্ষিণ বাজারে। বৃষ্টি হওয়া মানেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপাশের বাড়ির ভিটা উচু হওয়ায় আশেপাশের সব পানি রাস্তায় এসে জমা হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তা দোকান ও বাড়ির চেয়ে নিচু হওয়ায় পানি কোন দিকে নামতে পারেনা। তাই একটু বৃষ্টি হলেই সর্বক্ষণ পানি জমেই থাকে। গাড়ি ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পরে এই রাস্তায়। তার মধ্যে সম্প্রতি বাজারের আরআরসি রাস্তা নির্মাণ হওয়ার ফলে দক্ষিণ বাজারের নিচু রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায়, দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। সর্বক্ষণ যেনো হাটু কিংবা তার চেয়ে উপর পর্যন্ত পানি হয় ব্যাটারী চালিত গাড়ির মটর ও মটর সাইকেলের স্যালেন্সার পর্যন্ত পানিতে ডুবে যায়। যার ফলে গাড়ি ও মানুষ চলতেই পারে না।

এই চরম দুর্ভোগ থেকে বাঁচতে চায় পথচারী ও এলাকাবাসী।

জৈনক এক পথচারী বলেন এটাতো জলাবদ্ধতা নয়, এটা যেনো মশা উৎপাদনের ফ্যাক্টরি।

এই দুর্ভোগ কমানোর জন্য আশেপাশের দোকান মালিক ও ব্যবসায়ীরা নিজ উদ্যোগে স্ব-স্ব ইচ্ছায় টাতা দিয়ে, স্থানীয় ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম এর সহযোগিতায় সাময়িক ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। সোমবার ২৭ এপ্রিল পানি নিষ্কাশনের কার্যক্রম পরিচালনা করা হয়। এসময়
স্ব- শরীরে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম, বাজার ব্যবসায়ী ও দোকান মালিকগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সানন্দবাড়ী বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, এভাবে আর কতদিন চলবে? আর কতকাল সেচতে হবে আমাদের এ পানি? আর কত কষ্ট করবে এলাকাবাসী?  আর কত কাপড় ভিজে চলাচল করবে পথচারী? আর কত কাঁদা যুক্ত থাকবে আশেপাশের লোকজন?

এলাকাবাসীর প্রত্যাশা অতি জরুরী ভিত্তিতে যেনো এই সমস্যার সমাধান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।