• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান  জামালপুরে দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীকে মারধর মনোনয়নপত্র জমাদানে বাঁধার অভিযোগ//থানায় জিডি জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ৩৮ লাখ টাকার ভারতীয় কম্বল ও থান কাপড় জব্দ জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে নারীর নিরাপত্তা ও অধিকার আইন সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে আরো ৭ জন করোনাকে জয় করলেন

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পরপর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা করোনা আক্রান্ত একই পরিবারের চারজনসহ মোট ৭ জনকে সুস্থ ঘোষণা করেছেন স্বাস্থ্য বিভাগ। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

তারা হলেন- সদর ইউপি সচিব মারুফা বেগম, স্বাস্থ্য সহকারী গোলাম কিবরিয়া ও তার স্ত্রী শিলা, মেয়ে সেতু, ভাতিজি মিম, ব্যবসায়ী উজ্জল এবং ফরিদা নামের আরও এক গৃহবধূ। এ নিয়ে উপজেলায় মোট ২০জন সুস্থ হলেন। এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪জন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তারা সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত হলেও তারা মনোবল হারাননি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন। চিকিৎসকেরাও সব সময় তাদের খোঁজখবর নিয়েছেন। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন বলেন, ‘পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ আসায় ওই ৭ জনকে আজ (রবিবার) সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়া হাসপাতালে ১ জন ও হোম আইসোলেশনে চিকিৎসারত রয়েছেন আরও ৩ জন। তাদের নিয়মমাফিক পরীক্ষায় নেগেটিভ এলে তাদেরও ছাড়পত্র দেওয়া হবে।’ আরও বলেন, ‘করোনার সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।