• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন

জামালপুর সংবাদদাতা ॥ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ”ক্লাইমেট ভালনারেবল ফোরাম” (সিভিএফ) এর শুভেচ্ছা দূত মনোনীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
২৩ জুলাই বশেফমুবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা-কাম ফটোগ্রাফার মুহাম্মদ হিজবুল্লাহ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উপাচার্য বলেন, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল দীর্ঘদিন ধরে অটিজম বিষয়ে গণসচেতনা সৃষ্টির পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের অধিকার আদায় এবং তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার স্বীকৃতি এরই মধ্যে দেশে-বিদেশে অর্জন করেছেন।
‘একজন মানবিক মানুষ হিসেবে প্রধানমন্ত্রী তনয়া অটিজম নিয়ে কাজ করে বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্জ¦ল করে চলেছেন। মানবিকতার এই শিক্ষা তিনি পেয়েছেন তার মা, বাঙালির বাতিঘর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। নতুন করে সিভিএফ-এর দায়িত্ব পাওয়ায় সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর এই দায়িত্ব দেশের জন্য অনেক গৌরবের। তিনি জলবায়ুর ঝুঁকিতে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ও নতুন পথ উন্মোচনেও ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।’
ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাাতিক সম্মেলন আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে সায়মা ওয়াজেদ পুতুলকে ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করে।
এর আগে বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সিভিএফ এর ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ করার কথা জানানো হয়। তাঁর সঙ্গে দূত হিসেবে আরও থাকছেন- মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের জাতীয় সংসদের উপ-স্পিকার লরেন লেগার্দা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধান জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ তোসি এমপানু-এমপানু।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।