• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়,দল তাকে আজীবন বহিষ্কার করেছে জামালপুরে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ী গ্রেফতার সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের খাতেমন মঈন মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকার জামালপুরে মাস ব্যাপী অনূর্ধ্ব ১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণের শুভ উদ্বোধন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকার মালামাল সহ আসামী আটক দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ……. সাবেক আইজিপি আবদুল কাইয়ুম জামালপুর জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতা আলামিনের পিতার মৃত্যুতে এম শুভ পাঠানের শোক প্রকাশ জামালপুরে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪- ২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জামালপুরে এম শুভ পাঠানের নেতৃত্বে সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জামালপুরে জ্বনদ্বীপ নিউজের মতবিনিময় সভা

মেলান্দহ নাংলা ইউনিয়নকে দেশের মধ্যে সেরা একটি মডেল ইউনিয়নের রূপান্তরিত করতে চাই ———মোঃ গোলাম মোস্তুফা

এম.এফ.এ মাকাম ঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নকে আধুনিক,ডিজিটাল ও দেশের মধ্যে সেরা একটি মডেল ইউনিয়নের রূপান্তরিত করতে চায় নাংলা ইউনিযন আওয়ামীলীগের সদস্য ও মেলান্দহ উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ গোলাম মোস্তুফা । আসন্ন ৪নং নাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রত্যাশী এই আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে বাংলার যুবকন্ঠ মির্জা আজম এমপি’র আস্তা ভাজন থেকে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নানা হামলা মামলা প্রতিহত করে রাজপথে শ্লোগান মিটিং ও দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থাশীলে থেকেছেন।দলীয় কার্যক্রমের উদ্ধে থেকেও এলাকার যুব সমাজের কর্মসংস্থান,নারীর ক্ষমতায়ন,বাল্য বিবাহ প্রতিরোধ,মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন,মসজিদ মাদ্রাসার উন্নয়ন,সুষ্ট ধারা বিনোদন তথা ইউনিয়নবাসী সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে দানবীর হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এছাড়া বিগত করোনা কালীন ও বন্যার সময়ে হতদরিদ্রদের পাশে থেকে সাধ্যনুযায়ী ত্রান বিতরন করে অনেকটাই সহযোগীতা করেছেন তিনি। মোঃ গোলাম মোস্তুফা নিজে একজন সদলাপি ,ধর্ম প্রাণ ও ন্যায় পরায়ন মানুষ হিসেবে ইউনিয়নবাসী  আইকন হিসেবে পরিণত হয়েছে।তিনি ব্যবসায়ী হিসেবে মেসার্সা তালহা আটো ড্রায়ার রাইসমিল  এন্ড ফুড প্রডাক্ট এর স্বত্তাধিকারী,বাংলাদেশ আটো মেজর এন্ড হাছকিং মিল মালিক সমিতি জামালপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি,সভাপতি বাইতুল আমান জামে মসজিদ,সভাপতি রাজ্জাকীয়া নুরানী হাফেজিয়া ও এতিমখানা ,বিসিষ্ট সমাজ সেবক দানশীল ব্যাক্তি হিসেবে বেশ সুপরিচিতি রয়েছে।

তাই মোঃ গোলাম মোস্তুফা নাংলা ইউনিয়নকে আধুনিক,ডিজিটাল ও দেশের মধ্যে সেরা একটি মডেল ইউনিয়নের রূপান্তরিত করতে ও নৌকা প্রতীকের প্রত্যাশী প্রার্থী হিসেবে দলীয় নেতা কর্মী ,সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা,সমর্থন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।