• শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ওসির উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মোয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা

“ সিআইডি জামালপুর জেলার সাফল্যঃ ২ মাসে ৮ জন ভিকটিম উদ্ধার ও গুরুত্বপূর্ণ মামলার পলাতক থাকা এজাহারনামীয় আসামী গ্রেফতার

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরের সিআইডি বিশেষ অভিযানে এ বছরের ফেব্রুয়ারী হতে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে জেলার পৃথক পৃথক মামলার মোট ৮ জন ভিকটিমকে উদ্ধার করেছে। উন্নত তথ্য-প্রযুক্তির সহায়তায় ও ম্যানুয়েল ইনটেলিজেন্স কাজে লাগিয়ে জামালপুর সিআইডিতে কর্মরত সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাগণ শেরপুর, জামালপুর, টা্গংাইল, ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে উল্লিখিত ভিকটিমদেরকে উদ্ধার করেছেন। উদ্ধারকৃতরা মূলত জামালপুর জেলা আদালত এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হতে প্রাপ্ত সিআর মামলাসমূহের ভিকটিম, যারা র্দীঘদিন যাবত বিভিন্ন মেয়াদে নিঁেখাজ ছিল।
জামালপুর আদালতে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় যে, ভিকটিম উদ্ধার সংক্রান্ত মামলাগুলোর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর ১৩৭/২০২০, ১৪০/২০২০, ১৫৭/২০২০, ১৪/২০২১, ১৮/২০২১, ২৯/২০২১, ৩৪/২০২১, ৩৯/২০২১ নং সিআর মামলা অর্থাৎ ০৮ টি মামলা রয়েছে। সিআইডি জামালপুর এর ইনচার্জ সহকারী পুলিশ সুপার এস.এম মনসুর মূসা জানিয়েছেন, মামলাগুলো মূলত ধর্ষণ, অপহরণ ও অপহরণে সহায়তা সংক্রান্ত মামলা। এসব মামলাসমূহের ভিকটিম উদ্ধাররের পর মেডিকেল পরীক্ষা, বয়স নির্ধারন পরীক্ষা সম্পন্নের পর নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ২২ ধারা মোতাবেক ভিকটিমের জবানবন্দী বিজ্ঞ আদালতে রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক কয়েকজন ভিকটিমকে কিশোরী সংশোধনাগার, গাজীপুর এবং বাকীদেরকে তাদের আইনানুগ অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে। উল্লিখিত মামলাসমূহের তদন্ত শেষ করে খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি ।
এছাড়া সিআইডি জামালপুর সূত্রে জানা যায় যে, এবছরের জানুয়ারী হতে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে সিআইডি জামালপুর বিভিন্ন গূরুত্বপূর্ণ মামলার এজাহারনামীয় আসামীদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে। গত ১১ মার্চ পুলিশ পরিদর্শক গোলক চন্দ্র বসাক এর নেতৃতে¦ একটি দল পর মাদারগঞ্জ থানার অপহরণ সংক্রান্ত মামলা নং ২৪, তারিখ ১২/১০/২০১৭, ধারা-৩৪/৩৬৩/৩৬৪ পেনাল কোড এর তিন বছরের অধিক সময় ধরে পলাতক থাকা এজাহার নামীয় আসামী মাদারগঞ্জের জাংগালিয়া গ্রামের মৃত খাদেম মন্ডল এর ছেলে মোঃ মাজেদ (৩৮) কে তথ্য প্রযুক্তির সহায়তায় ইসলামপুর হতে গ্রেফতার করে।
এছাড়া উপ পরিদর্শক জাকির হোসেন হত্যা মামলা রুজু হবার পর জামালপুর সদর থানার হত্যা সংক্রান্ত মামলা নং ২৪৪, তারিখ ঃ ০১/০৭/২০১৭, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর চার বছরের অধিক সময় ধরে পলাতক থাকা এজাহারনামীয় আসামী সদরের কেন্দুয়া নয়াপাড়া গ্রামের মৃত বাবর আলী ছেলে আলী খান (৫০) কে তথ্য প্রযুক্তির সহায়তায় কেন্দুয়া নয়াপাড়া হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।
মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকার ১৫৭ নং মামলার বাদী মরিয়ম বেগম বকুল জানান,সিআইডি জামালপুরের সহযোগীতায় আমরা আমার ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। বর্তমানে মামলা কোর্টে চলমান আছে। জামালপুরে ১৮ নং মামলার বাদী আমিনুর রহমান জানান, জামালপুর সিআইডির বিশেষ তৎপরতায় আমার মেয়েকে উদ্ধার করে আমার কাছে পৌছে দিয়ে গেছে। বর্তমানে আমার মেয়ে আমার সাথেই আছে।
সিআইডি জামালপুর এর ইনচার্জ সহকারী পুলিশ সুপার এস.এম মনসুর মূসা জানিয়েছেন, জামালপুর জেলার জটিল মামলা নিস্পত্তি করতে সিআইডি বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে। যাতে করে জটিল মামলা গুলো সহজেই নিস্পত্তি হয়ে মানুষের ভোগান্তি দ্রুত লাঘব হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।