জয় চৌধুরী/মাইনুল হাসান ঃ
জামালপুরের নকশী কাঁথা বাংলাদেশের গর্ভগাথা এই জেলা ব্রান্ডিং এর জামালপুরে শহরের নকশী সূচী পণ্যের অত্যাধুনিক ডিজাইন আর নতুন কারুকাজ নিয়ে যাত্রা শুরু হলো দীপ্ত কুটির ২য় শাখার। শনিবার বিকালে শহরের তমাল তলায় নিজ বাড়িতে নতুন এই শাখার শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দীপ্ত কুটিরের কর্ণধার বিশিষ্ট নকশী সুচী শিল্পি ব্যবসায়ী,প্রধানমন্ত্রী কতৃক সেরা নারী উদ্যোক্তা নির্বাচিত ব্যবসায়ী দেলোয়ারা বেগম,নকশী সূচী শিল্পি ব্যবসায়ী সমিতির যুগ্ আহŸায়ক ও পৌর কাউন্সিলর সাইদা আক্তার ও দীপ্ত সহ আরো অনেকে। এ বিষয়ে দীপ্ত কুটিরের কর্ণধার বিশিষ্ট নকশী সুচী শিল্পি ব্যবসায়ী,প্রধানমন্ত্রী কতৃক সেরা নারী উদ্যোক্তা নির্বাচিত ব্যবসায়ী দেলোয়ারা বেগম জানান, দেশী ও বিদেশী ক্রেতাদের নকশী পণ্যের প্রতি আকৃষ্ট করতে সুই সতার নানান বৈচিত্র এনে দীপ্ত কুটির ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। যাতে ক্রেতাদের সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে পছন্দের পন্যটি প্রিয়জনের জন্য কিনতে পারে।আর নতুন এই শাখায় থাকবে নকশী শাড়ি,থ্রী-পিচ,টু পিচ,লেহেঙ্গা,পাঞ্জাবী ,ফতুয়া সহ নানা সূচী পন্য।